হত্যার অভিযোগে মোহন বাবুর বিরুদ্ধে মামলা, মুখ খুললেন অভিনেত্রীর স্বামী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ , ০৩:০৬ পিএম


হত্যার অভিযোগে মোহন বাবুর বিরুদ্ধে মামলা,  মুখ খুললেন অভিনেত্রীর স্বামী
ছবি: সংগৃহীত

মাত্র ৩১ বছর বয়সে ‘সূর্যবংশম’ ছবিতে অমিতাভ বচ্চনের নায়িকার ভূমিকায় অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন দক্ষিণী অভিনেত্রী সৌন্দর্য। তবে তার অভিনয় যাত্রাটি তেমন দীর্ঘ হয়নি। ২১ বছর আগে ২০০৪ সালে বিমান দুর্ঘটনায় মারা যান এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

এবার সেই অভিনেত্রীর মৃত্যুর এত বছর পর তাকে হত্যার অভিযোগ উঠলো তেলুগু সিনেমার অভিনেতা মোহন বাবুর বিরুদ্ধে। চিত্তিমালু নামে একজন সমাজকর্মী মোহন বাবুর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তার অভিযোগ, অভিনেত্রী সৌন্দর্যর মৃত্যু দুর্ঘটনাজনিত নয়। বরং মোহন বাবুর সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।

গত কয়েক দিন ধরে বিষয়টি নিয়ে জোর চর্চা চলছে। এবার নীরবতা ভাঙলেন সৌন্দর্যের স্বামী এল. রঘু জিএস। এক বিবৃতিতে তিনি বলেন, আমি এল. রঘু জিএস, অভিনেত্রী সৌন্দর্যের স্বামী। হায়দরাবাদের একটি জমি নিয়ে সম্মানিত মোহন বাবু স্যার ও সৌন্দর্যের বিরোধের মিথ্যা খবর গত কয়েক দিন ধরে উড়ছে। সম্পত্তি নিয়ে যে খবর ছড়িয়েছে তা ভিত্তিহীন। আমি নিশ্চিত করতে চাই, আমার প্রয়াত স্ত্রী সৌন্দর্যের কোনো সম্পত্তি অবৈধভাবে দখল করেননি মোহন বাবু স্যার। আমার জানা মতে, তার সঙ্গে আমাদের কখনো কোনো জমি নিয়ে লেনদেন হয়নি।

বিজ্ঞাপন

মোহন বাবুর সঙ্গে সম্পর্কের সমীকরণ ব্যাখ্যা করে রঘু বলেন, গত ২৫ বছরের বেশি সময় ধরে মোহন বাবু স্যারকে চিনি। আমাদের সম্পর্ক ভালো। আমার পরিবার, আমার স্ত্রী, আমার শাশুড়ি, শ্যালক সবসময়ই পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধার সম্পর্ক বজায় রেখেছে। আমি মোহন বাবু স্যারকে শ্রদ্ধা করি। সত্য তথ্য আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। দয়া মিথ্যা খবর ছড়ানো বন্ধ করুন।

অন্ধ্রপ্রদেশের খাম্মাম জেলার বাসিন্দা সমাজকর্মী চিত্তিমালু পুলিশের কাছে লিখিত অভিযোগে জানান, অভিনেত্রী সৌন্দর্য হায়দরাবাদের জলপল্লী এলাকায় ৬ একর জমি কিনেছিলেন। এই জমি নিয়ে মোহন বাবুর সঙ্গে বিরোধ তৈরি হয় অভিনেত্রী সৌন্দর্যের। মোহন বাবু জমি বিক্রি করতে চেয়েছিলেন। কিন্তু সৌন্দর্য ও তার ভাই অমরনাথ বিরোধিতা করেন। সৌন্দর্যের মৃত্যুর পর সেই জমি অবৈধভাবে দখল করেন মোহন বাবু।

২০০৪ সালের ১৭ এপ্রিল, করিমনগরে বিজেপি এবং তেলুগু দেশম পার্টির একটি রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন অভিনেত্রী সৌন্দর্য। বিমান দুর্ঘটনায় সৌন্দর্য ও তার ভাইও মারা যান। শুধু তাই নয়, দুর্ঘটনার পর সৌন্দর্যের মৃতদেহও খুঁজেই পাওয়া যায়নি। গুঞ্জন রয়েছে, মৃত্যুর সময়ে অন্তঃসত্ত্বা ছিলেন এই অভিনেত্রী। সৌন্দর্যের মৃত্যুর ঘটনায় এর আগে কোনো মামলা হয়নি বলেও জানা গেছে।

বিজ্ঞাপন

১৯৯২ সালে কন্নড় ভাষার ‘রাজধি রাজা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন সৌন্দর্য। এরপর তামিল, তেলেগু, মালায়ালাম, হিন্দি ভাষার অনেক সিনেমায় অভিনয় করেন। ১৯৯৯ সালে ‘সূর্যবংশম’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। এতে অমিতাভের বিপরীতে অভিনয় করেন সৌন্দর্য। এ জুটির রসায়নে মুগ্ধ হন ভক্ত-অনুরাগীরা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission